শাহজালালে প্রায় সোয়া দুই কোটি টাকার সোনা জব্দ

জুন ১৪, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমান থেকে সাড়ে চার কেজির বেশি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে একটি প্যাকেটের মধ্য থেকে ৪০টি বার উদ্ধার করা হয়। এর মূল্য প্রায় ২ কোটি ৩৪ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, উড়োজাহাজটির সিটকভারের নিচে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক বলেন, আরব আমিরাতের দুবাই থেকে রাতে এমিরেটসের এই ফ্লাইট ঢাকায় আসে। গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দারা উড়োজাহাজটি তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজটির ইকোনমি ক্লাসের ৩৭ জে ও ৩৭ কে নম্বর আসনের পেছনের দিকে, অর্থাৎ ৩৮ জে ও ৩৮ কে নম্বর আসনের জন্য রক্ষিত ট্রে-টেবিলের সামনের সিটকভারের ভেতর চারটি প্যাকেটের মধ্যে ৪০টি সোনার বার পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আরও বলেন, উদ্ধারের সময় ওই আসনে কোনো যাত্রী ছিল না। প্যাকেটগুলো কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। উদ্ধার হাওয়া সোনার প্রতিটি বারের ওজন ১০ তোলা করে। যার মোট ওজন ৪ কেজি ৬৬৬ গ্রাম।

এয়ারলাইন্স কর্তৃপক্ষের সহায়তায় এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানিয়ে