ভ্রাম্যমাণ আদালত আরও দুই সপ্তাহ চলবে

আগস্ট ১, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

আরও দুই সপ্তাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চলতে বাধা নেই বলে জানান আইনজীবীরা।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

তিনটি রিট আবেদনের শুনানি নিয়ে গত ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ বলে রায় দেন হাইকোর্ট।

সংবিধানের সঙ্গে ভ্রাম্যমাণ আদালত আইনের ধারা ও উপধারাসহ ১১টি বিধান সাংঘর্ষিক জানিয়ে রায়ে বলা হয়, এসব বিধানের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দেওয়া সংবিধানের লঙ্ঘন এবং তা বিচার বিভাগের স্বাধীনতায় সন্মুখ আঘাত।

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের কাঠামো রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে (নির্বাহী, আইন ও বিচার বিভাগ) ক্ষমতার পৃথকীকরণ-সংক্রান্ত সংবিধানের দুটি মৌলিক কাঠামোরও বিরোধী।

পরে হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে গত ১৪ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষে। ওই আবেদনের শুনানি নিয়ে সেদিনে চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের রায় ১৮ মে পর্যন্ত স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

পরে ২১ মে বিষয়টি শুনানির জন্য ওঠে। আদালত ২ জুলাই পর্যন্ত শুনানি মূলতবি করেন। পরে ১৮ জুলাই দুই সপ্তাহ শুনানি মূলতবী করেন আদালত। এর ধারাবাহিকতায় আজ ফের দুই সপ্তাহের জন্য শুনানি মূলতবি করা হয়।