আয়না২৪ প্রতিনিধি, বরিশাল
ব্যক্তি শ্রেণির আয়কর বিবরণী জমা দেয়ার শেষ দিনে বরিশাল কর ভবনে ছিল করদাতাদের উপচেপড়া ভীড়। এদিকে আয়কর দিবস উপলক্ষে বরিশাল কর অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি। নগরীর দক্ষিণ আলেকান্দা লাচিন ভবনস্থ বরিশাল কর অঞ্চলের কর কমিশনারের কার্যালয় সকাল ৯টা থেকে ব্যক্তি শ্রেণির করদাতাদের উপচে পড়া ভিড় শুরু হয়। একই অবস্থা দেখা গেছে দুপুরেও।
বরিশালের কর কমিশনার জানান,গত ৬দিনে সাড়ে ৮ হাজার নতুন করদাতা রিটার্ণ দিয়েছেন এই সময় পর্যন্ত আদায় হয়েছে সাড়ে ৪ কোটি টাকা। গত বছর ২৬ হাজার করদাতা কর দিয়েছিলেন এবছর ৩৫ থেকে ৪০ হাজার করদাতা কর দেবেন বলে মনে করেন কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছান।
এদিকে আয়কর দিবস উপলক্ষে সকাল ৯টায় নগরীর ক্লাব রোডস্থ কর ভবন থেকে র্যালি বের করা হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি একই স্থানে শেষ হয়। বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুছ, বিভাগীয় কমিশনার মোঃ গাউস র্যালী ও র্যালী পরবর্তী কর দিবসের অনুষ্ঠনে উপস্থিত ছিলেন।