বকেয়ার দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও

জুলাই ১১, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

অাজ মঙ্গলবার রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন বাড্ডা এলাকার শামস গার্মেন্টসের শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল সাড়ে ৯টায় বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করছেন।

রমনা থানার ওসি জানান, শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তাদের বোঝানোর চেষ্টা চলছে। মালিক ও বিজিএমইএ কর্তৃপক্ষ আসার পর এ বিষয়ে সুরাহা হতে পারে। তবে গার্মেন্টসটির মালিক মো. রেজা বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মধ্য বাড্ডার শামস গার্মেন্টসটিতে প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। ৪ জুন কাজ করে তারা বাসায় যান। ৫ জুন কারখানায় এসে দেখেন গেটে তালা। কোনো পূর্ব নোটিশ ছাড়াই গার্মেন্টস বন্ধ করে দেয়া হয়েছে। বেতন-ওভারটাইম কিছুই দেয়া হয়নি বলে অভিযোগ তাদের।

পাওনা ও ওভারটাইমের দাবিতে সোমবার তারা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেন। পরে এদিন মধ্যরাত পর্যন্ত এ বিষয়ে দফায় দফায় বৈঠক হয়। কিন্তু তাতে দাবি দাওয়া নিষ্পত্তি না হওয়ায় আজও অবস্থান নিয়েছেন শ্রমিকরা। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত তারা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান করবেন বলে জানিয়েছেন।