ফতুল্লায় পোষাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

জুন ২০, ২০১৭
Spread the love

অায়না২৪ প্রতিবেদন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোষাক কারখানার শতাধিক শ্রমিক গণহিস্টিরিয়া রোগে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের শহরের ৩০০ ও ১০০ শয্যা বিশিষ্ট দুইটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০ জুন মঙ্গলবার সকালে এর সংখ্যা বেড়ে গেলে গার্মেন্টে আতংক ছড়িয়ে পড়ে। পরে মালিক পক্ষ গার্মেন্টটি বন্ধ ঘোষণা করেছেন।

আহত শ্রমিকরা জানান, ফতুল্লার পিলকুনি এলাকায় অবস্থিত এন্টি এ্যাপারেলসে প্রায় ৬শ শ্রমিক কাজ করেন। এরমধ্যে সোমবার ইফতারের পর থেকেই শ্রমিকরা অসুস্থ হতে থাকে।

নারায়ণগঞ্জ ১০০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেলে অফিসার ডা. আসাদুজ্জামান জানান, এটা বড় ধরনের সমস্যা নয়। ডাক্তারি ভাষায় একে বলা হয় মাস সাইকোসিস অথবা গণহিস্টিরিয়া। যে কোনো কারণে বা আতংক থেকে সাইকোসিস সৃষ্টি হয়। একজনের এমন সমস্যা দেখা দিলে তার দেখাদেখি অন্যদেরও হয়ে থাকে। আক্রান্তদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই বেশি। এখন পর্যন্ত মেডিকেলে ৫৭ জন ভর্তি হয়েছে।