• Home  / 
  • জাতীয়  / 

প্রশ্ন ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

এপ্রিল ৩, ২০১৮
Spread the love

আয়না২৪ জাতীয়

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ বছর ১৩ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এবারের এইচএসসিতে প্রশ্ন ফাঁস হবে না বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আশা প্রকাশ করেন। প্রশ্নফাঁস রোধে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ ও পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য মানুষের সাধ্যে যা করা সম্ভব, তা-ই করা হয়েছে।

মন্ত্রী বলেন, এত কিছুর পরেও কেউ প্রশ্ন ফাঁস করলে তিনিই দায়ী থাকবেন এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শনের পর সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, অভিযোগ ওঠা অস্বাভাবিক নয়, কিন্তু সেটা গোড়ায় গিয়ে দেখা উচিত, তা সত্য না মিথ্যা।

এইচএসসি পরীক্ষার প্রথমদিন সোমবার বাংলা প্রথমপত্র, মাদ্রাসায় আলিমে কুরআন মাজীদ এবং কারিগরিতে বাংলা-দুই বিষয়ের পরীক্ষা হচ্ছে। এবার প্রতিটি কেন্দ্রে একাধিক প্রশ্নের সেট রাখা হয়েছে। প্রশ্নফাঁস রোধে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি রয়েছে। পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে।

এবছর ১০ বোর্ডে ২ হাজার ৫৪১টি কেন্দ্রে ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।