পদ্মা সেতুতে বসল তৃতীয় স্প্যান

মার্চ ১৩, ২০১৮
Spread the love

আয়না২৪

বহুল আলোচিত স্বপ্নের পদ্মা সেতুর তৃতীয় স্প্যান বসানো হয়েছে। রোববার সকাল সাড়ে নয়টার দিকে প্রকৌশলী ও শ্রমিকেরা ক্রেনের সাহায্যে স্প্যানটি ৩৯ ও ৪০ নম্বর খুঁটিতে স্থাপন করেন। এর মধ্য দিয়ে পদ্মা সেতুর কাজ আরও একধাপ এগিয়ে গেল। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৭ কোটি মানুষের প্রাণের দাবি স্বপ্নের পদ্মা সেতু আর স্বপ্ন নয়, বাস্তব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি-বিদেশি ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করেন।

গত বছরের ২৯ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮নং পিলারের ওপর ১ম স্প্যানটি বসানো হয়। ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯নং পিলারের ওপর বসানো হয় দ্বিতীয় স্পেনটি। ইতিমধ্যে সেতুর প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই পদ্মা সেতুর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।  

শনিবার দুপুরে ওই স্প্যান জাজিরা প্রান্তে এসে পৌঁছায়। রবিবার ভোর থেকে স্প্যানটি ৩৯ ও ৪০ নম্বর খুঁটিতে বসানোর কাজ শুরু করা হয়। সকাল সাড়ে নয়টায় খুঁটিতে বসানোর পর চলছে দ্বিতীয় স্প্যানের সঙ্গে নতুন স্প্যানটি জোড়া লাগানোর জন্য ওয়েল্ডিংয়ের কাজ। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, ৪১নং পিলারের কাজও প্রায় শেষ হয়েছে। চলতি বছরের মধ্যে সব স্প্যান বসানোর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

পদ্মা সেতু প্রকল্পের একজন প্রকৌশলী বলেন, স্প্যানটি বসানোর পর চলছে ওয়েল্ডিংয়ের কাজ। কয়েক ঘণ্টা সময় লাগবে ওয়েল্ডিং করতে। ওয়েল্ডিং করে আগে বসানো দ্বিতীয় স্প্যানের সঙ্গে তৃতীয় স্প্যান জোড়া লাগানো হবে।

প্রায় তিন হাজার টন ওজনের এবং ১৫০ মিটার লম্বা স্প্যানটি নিয়ে ভারী একটি ভাসমান ক্রেন গত শুক্রবার মাওয়া থেকে জাজিরার নাওডোবার দিকে রওনা দেয়। রবিবার দুপুরে জাজিরা প্রান্তের ৩৯ ও ৪০ নম্বর খুঁটির কাছে পৌঁছায়।

সেতুর কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে। শ্রমজীবী বেকার মানুষের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। সবক্ষেত্রে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে বলে আশা করছে পদ্মাপারের মানুষ। এ সেতু আমাদের কাছে আর স্বপ্ন নয় বাস্তব। এর ফলে পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের সরাসরি যোগাযোগ ব্যবস্থার সুযোগ সৃষ্টি হবে। অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হবে।