আয়না২৪ প্রতিবেদন
রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করল নাগরিক ঐক্য। শুক্রবার নাগরিক ঐক্যের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মান্না বলেন, একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন পারে স্বল্পমেয়াদে দেশকে এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে রক্ষা করতে। শুধুমাত্র একটি সুষ্ঠু নির্বাচন হওয়া মানে গণতন্ত্র নয়। কিন্তু এটাও সত্য সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্রের কথা বলাও হাস্যকর। তাই যত দ্রুত সম্ভব এমন একটি নির্বাচনের দাবি জানাচ্ছি।
কল্যাণমুখী, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার করে মান্না বলেন, দীর্ঘমেয়াদে এই দেশকে একটি ওয়েলফেয়ার স্টেটে পরিণত করাই আমাদের লক্ষ্য। আর অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গেই মানুষের সুখ নিশ্চিত করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। উন্নয়নের সুুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই দুর্নীতির লাগাম টেনে ধরতে।
তিনি এক পরিসংখ্যান উল্লেখ করে বলেন, দেশ থেকে গত দশ বছরে ছয় লাখ কোটি টাকা পাচার হয়েছে। সীমাহীন লুটপাটে দেশের মধ্যে বিশাল পরিমাণ দুর্বৃত্ত পুঁজি তৈরি করেছে। যার শেষ পরিণতি বিদেশে পাচার হওয়া।
নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, সদস্য ডা. জাহিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।