• Home  / 
  • জাতীয়  / 

দেশে জমির দাম কমে যাওয়ায় টাকা পাচার হচ্ছে: অর্থমন্ত্রী

জুলাই ৮, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন দেশে জমির দাম কমে যাওয়াতে বিদেশে টাকা পাচার হচ্ছে । আজ শনিবার সকালে সিলেট নগরীর নাওয়ের পুলে একটি ফুয়ারা উদ্বোধন শেষে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের প্রবাসীরাদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বেশ ফি দিতে হয়। ফি আমরা কমিয়ে দেব। সামনের মাসেই এটা কমিয়ে দেওয়া হবে। সামান্য একটা নামমাত্র ফি হবে। এতে আমরা আশা করছি পরিস্থিতির অনেক উন্নতি হবে।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো টাকা বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আমাদের বহু লোক এখন পয়সা পাঠায় না। তাঁরা বিদেশে সেটেল করছেন। বিভিন্ন দেশে প্রবাসীদের সেটেলমেন্টের ব্যবস্থা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তাঁরা সেখানে সেটেল হচ্ছেন।

এছাড়া দেশে কালো টাকা বেড়ে গেছে। আর জমির দাম কমার কারণে বিদেশে টাকা পাচার হচ্ছে। এছাড়া প্রবাসী আয় বাড়াতে রেমিটেন্স ফি কমানো হবে। দেশের রেমিটেন্স প্রবাহ বাড়াতে সরকার আগামী মাস থেকে ট্রান্সফার ফি কমাবে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবীব, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে আবদুল মোমেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ