দক্ষিণাঞ্চলের উন্নয়নে মহাপরিকল্পনা

ডিসেম্বর ৫, ২০১৬
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

স্বাধীনতা লাভের পর থেকেই  বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে বরিশাল বিভাগ দেশের সামগ্রিক উন্নয়নের দিক থেকে নাানভাবে বৈষম্যের শিকার হয়ে আসছে। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও উন্নয়ন বঞ্চণার কারণে এই অঞ্চলে শিল্পায়নের যেমন প্রসার ঘটেনি তেমনি অর্থনৈতিক ক্ষেত্রেও পিছিয়ে আছে। এসব বিবেচনায় নিয়েই বর্তমান সরকার বরিশলাল নগর ও গোটা বরিশাল অঞ্চলকে ঘিরে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। পদ্মাসেতু, পায়রা বন্দর, বেল লাইন স্থাপনসহ নানা উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়ায় এ অঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

এছাড়া বরিশালে  নয়টি উন্নয়ন প্রকল্প  হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে আমূল পরিবর্তন  এনে দেবে এ অঞ্চলের মানুষের অর্থ ও সামাজিক জীবনযাত্রা। এরইমধ্যে পায়রা বন্দরের কাজ এগিয়ে চলছে।  এছাড়া বরিশালে  নয়টি প্রকল্প বাস্তবায়নের জন্য ৯৩৭ একর ভূমি অধিগ্রহণ করার প্রক্রিয়া চলছে। প্রকল্পগুলো হচ্ছে বরিশাল সেনানিবাস স্থাপন, বরিশাল কোষ্টাগার্ডের রিজিওনাল সদর দপ্তর, বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন, বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদর দপ্তর স্থাপন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত ট্রাক টার্মিনাল স্থাপন, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র(বিটাক), আইসিটি পার্ক (হাইটেক পার্ক), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ও অর্থনৈতিক অঞ্চল।

 বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহন শাখা সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরে এই নয়টি প্রকল্প বাস্তবায়নের  জন্য প্রায় ৯৩৭ একর জমি অধিগ্রহণের কাজ চলছে। সামরিক ভূ-সম্পত্তি প্রশাসনের উদ্যোগে ও বরিশালে সেনানিবাস স্থাপনের লক্ষে বরিশাল পটুয়াখালী জেলার মধ্যবর্তী পায়রা নদীর তীরে (লেবুখালী ফেরিঘাট সংলগ্ন) ৫৭৮ দশমিক ১১৫ একর ভুমি অধিগ্রহণের  কাজ চলছে। যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রশাসন সূত্র জানায়,  বরিশালের আগৈলঝাড়ায় স্থাপন করা হচ্ছে অর্থনেতিক অঞ্চল। ইতোমধ্যে সেখানে ৩০০ একর জমি অধিগ্রহন সম্পন্ন করা হয়েছে। প্রকল্প পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা সম্প্রতি প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন। খুব শীঘ্রই প্রকল্পের কাজ শুরু করা হবে। পদ্ম সেতুকে কেন্দ্র করে আগৈলঝাড়ায় অর্থনেতিক জোন বরিশালের অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে। মানুষের চাহিদা অনুযায়ী বৃহৎ শিল্প গড়ে তোলা হবে। এর ফলে বরিশালের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। উৎপাদিত পন্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানীর পরিকল্পনাও রয়েছে।

 একইভাবে  কীর্তনখোলা নদীর পাড় সংলগ্ন বরিশাল পটুয়াখালী সড়কের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর উত্তর পাশে স্থাপণ করা হবে বরিশাল কোষ্টাগার্ডের রিজিওনাল সদর দপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রনালয় এ প্রকল্প বাস্তবায়নের লক্ষে এরইমধ্যে  সেখানে ২০ একার ভুমি অধিগ্রহণ করেছে। নদীর অপর প্রান্তে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপনের জন্য অধিগ্রহণ করা হয়েছে ১০ দশমিক ৬৪ একর জমি। টিভি কেন্দ্রটি নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন র্কীতনখোলার পাড়ে স্থাপিত হবে।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন করা হবে কীর্তনখোলা নদীর তীরে বরিশাল সদর উপজেলার চরআইচা এলাকায়। ওই এলাকার ১০ একর জমি অধিগ্রহনের প্রস্তুতি চলছে। এ প্রকল্প বাস্তবায়ন করবে পর্যটন করপোরেশন।

এদিকে নগরীর নবগ্রাম রোডে বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদর দপ্তর স্থাপনের প্রক্রিয়া চলছে। স্বরাস্ট্র মন্ত্রনালয়ের এ প্রকল্পের জন্য  তিন একর জমি অধিগ্রহন প্রস্তাব দাখিল করলে সেখানকার ২৯ সরকারি কর্মকর্তা ওই অধিগ্রহনের বিরুদ্ধে আবেদন করেছে। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে ভূমি অধিগ্রহন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এছাড়া   নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের অদূরে বরিশাল শিক্ষা বোর্ডের পাশে সড়ক ও জনপথ বিভাগের জমি থেকে ৫ একর জমি নির্ধারন করা হয়েছে বরিশাল চন্দ্রদ্বীপ ক্লাউড চর আইসিটি পার্ক স্থাপনের জন্য। এজন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আইসিটি পার্কে গড়ে উঠলে তথ্য প্রযুক্তি নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠান।  এ প্রকল্প বাস্তবায়ন হলে ২৩ হাজার বেকার তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ পাবে। আইসিটি পার্কে কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার সফটওয়্যার, কমিউনিকেশনস হার্ডওয়্যার, কমিউনিকেশনস সফটওয়্যার, আইটি ভিত্তিক সেবা, ডিজাইন অ্যান্ড কনসালটেন্সি, বায়োইনফরমেটিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠান অন্তর্ভূক্ত হতে পারবে।

দীর্ঘ ১৮ বছর পর ঢাকার বরিশাল মহাসড়কের পূর্ব পার্শ্বে নগরীর কাশিপুর এলাকায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত ট্রাক টার্মিনাল স্থাপন করার জন্য ৭ দশমিক ৭৯ একর ভুমি অধিগ্রহন করা হয়েছে। যা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে অবস্থিত। এ প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর বিভিন্ন স্থানে এলোপাতাড়ি রাখা ট্রাক থেকে মুক্তি পাবে নগরবাসী। 

এদিকে শিল্প বিপ্লব ঘটাতে বরিশালে স্থাপিত হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। এ প্রকল্পটিও ঢাকা বরিশাল মহাসড়কের সমবায় ইনস্টিটিউট সংলগ্ন গড়ে উঠবে। ইতোমধ্যে শিল্প মন্ত্রনালয়ের এ প্রকল্পের জন্য ৩ একর ভুমি অধিগ্রহনের কাজ চালানো হচ্ছে। বরিশাল ভূমি অধিগ্রহন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সুখময় সরকার নিশ্চিত করেছেন প্রস্তাবিত জমির নকশা, দাগসূচি ও সম্ভাব্য মূল্য শিল্প মন্ত্রনালয়ে পাঠানে  হয়েছে।

এদিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলবাসীর প্রাণের দাবি পদ্মা সেতুর কাজ। দেশের তৃতীয় গভীর পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। লেবুখালীতে নির্মান করার উদ্যোগ নেয়া হয়েছে  চারলেনের সেতু। এসব সুযোগ সুবিধা বরিশালে উচ্চমাত্রায় অর্থনৈতিক গতি সঞ্চার হবে।