অায়না২৪ প্রতিবেদন
কলেজছাত্র সিদ্দিকুর রহমানের চোখে জখমের ঘটনায় পুলিশের তদন্ত কমিটির প্রতিবেদন ‘সন্তোষজনক’ না হলে নতুন করে তদন্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার দুপুরে জাতীয় পর্যায়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এটা দুঃখজনক ঘটনা ঘটেছে, আমরা দুঃখ প্রকাশ করছি। যেভাবেই হোক সে আহত হয়েছে। তার চক্ষুটা থাকবে কি থাকবে না সেই প্রশ্নটা আসছে। এটা সত্যিই একটা দুঃখজনক ঘটনা। স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের অসাবধানতাবশত হোক বা ইচ্ছা করে হোক, কোন গাফিলতি আছে কিনা সেজন্য পুলিশ কমিশনার তাৎক্ষণিকভাবে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দিয়েছেন। তারা কাজ করছেন। তাদের রিপোর্টে যদি আমরা সন্তুষ্ট না হতে পারি, আমরা আরেকটি কমিটি করে দেব প্রয়োজনে।
যে কার গাফিলতি, কেন করেছে সেই পুলিশ, কেন এই ধরণের ঘটনা ঘটে। সেই কমিটির তথ্য পেলেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। যার গাফিলতি থাকুক তাকে আমরা বিচারের আওতায় নিয়ে আসব। এটা যেমন সুস্পষ্ট। পুলিশ কমিশনার পুলিশকে আরও সংযত হওয়ার নির্দেশ দিয়েছেন সেটাও আপনারা জানেন। মন্ত্রী বলেন, তার চিকিৎসার সম্পূর্ণ দায়ভার পুলিশের কমিশনার নিয়েছেন। তার সুচিকিৎসা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন তার সুচিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইতে পাঠাবেন।