ডিসেম্বরের শেষ দিকে দুটি শৈত্য প্রবাহের আশঙ্কা

ডিসেম্বর ৫, ২০১৬
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

চলতি  মাসের শেষ দিকে দেশের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু  অথবা মাঝারি   শৈত্য প্রবাহের  আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 আবহাওয়ার   দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে গঠিত  বিশেষজ্ঞ কমিটি  গতকাল রোববার এই পূর্বাভাস দিয়েছে । 

বাংলা মাসের হিসাব অনুযায়ী  পৌষ ও মাঘ   এই দুইমাস শীতকাল। গতকাল রোববার ছিল অগ্রহায়ন মাসের ২০ তারিখ। কিন্তু গ্রামের প্রকৃতিতে এখনই শীতের পুরো আমেজ। তবে ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে পৌষ মাস।

আবহাওয়া অধিদপ্তর বলছে,  বাতাসের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি,  ৮ ডিগ্রি থেকে ১০ ডিগ্রির মধ্যে হলে  মৃদু  ও তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে  তীব্র শৈত্য প্রবাহ বলে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, ‘বিশেষজ্ঞ কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী চলতি মাসে স্বাভাবিক শীত থাকবে। তবে জানুয়ায়ী বা এর পরে কি হবে তা আরও পরে সুনির্দিষ্ট করে বলা যাবে।’

চলতি মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে জানিয়ে পরিচালক বলেন, ‘ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।’

   আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে  বলা হয়েছে, ডিসেম্বর মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যা নিম্নচাপে পরিণত হতে পারে।

ডিসেম্বর মাসে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিশেষজ্ঞ কমিটি প্রতিবেদনে জানিয়েছে, নভেম্বর মাসে সারাদেশে সার্বিকভাবে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে। ঢাকা বিভাগে স্বাভাবিক এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।