আয়না২৪ প্রতিবেদন
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর- এই পাঁচ বিভাগের জেলাগুলোর দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামীলীগ। । চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে আজ শুক্রবার । আগামী শনিবার চেয়ারম্যান পদে দলীয়-সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করার কথা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় গণভবনে আবার বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। বোর্ডের ১৯ সদস্যের মধ্যে প্রায় সবাই উপস্থিত ছিলেন।
বৈঠকে সূত্র জানায়, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে প্রার্থিতা চূড়ান্ত করতে তাঁরা এই বৈঠক করেছেন। বৈঠকে পাঁচটি বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি তিনটি বিভাগের প্রার্থীদের নাম শুক্রবার সন্ধ্যায় চূড়ান্ত করা হবে। এরপরই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
বৈঠকে উপস্থিত মনোনয়ন বোর্ডের সদস্য মাহবুব উল আলম হানিফ বলেন, বৈঠকে তাদের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিভিন্ন আলাপ-আলোচনা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় আবার বৈঠক অনুষ্ঠিত হবে।
জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ২৮ ডিসেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর। যাচাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত।