• Home  / 
  • জাতীয়  / 

জেলা পরিষদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিটের শুনানি আগামী রোববার

নভেম্বর ২৯, ২০১৬
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

আগামী ২৮ ডিসেম্বরের  জেলা পরিষদ নির্বাচন স্থগিত চেয়ে দায়ের  করা রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে আগামী রোববার। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ  বিকেলে শুনানির এ দিন ধার্য করেন।

আজ  দুপুরের বিরতির পর রিট আবেদনটি আদালতের কার্যতালিকায় এলে আদালত রাষ্ট্রপক্ষকে সংশ্লিষ্ট আইন দেখে আসতে বলে শুনানির জন্য ওই দিন ধার্য করেন।আদালতে রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী নিজেই রিটটি আদালতে  উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

রিট আবেদনে জেলা পরিষদ ২০০০ ও ২০১৬ (সংশোধিত) আইনের তিনটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। এই রিটে নির্বাচনের তফসিল স্থগিতের পাশাপাশি রুলও চাওয়া হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্থানীয় সরকার সচিব ও প্রধান নির্বচন কমিশনারকে বিবাদী হিসেবে রাখা হয়েছে।

রিটকারীর যুক্তি, জেলা পরিষদ আইনের ওই ধারাগুলো সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কেননা সংবিধান অনুসারে নির্বাচিত প্রতিনিধিরা স্থানীয় প্রশাসনে দায়িত্ব পালন করবেন। অথচ জেলা পরিষদ আইনে নির্বাচকমণ্ডলী গঠনের বিষয়ে বলা আছে।