• Home  / 
  • জাতীয়  / 

জাতীয় অনলাইন গণমাধ্যম খসড়া নীতিমালা মন্ত্রীসভায় অনুমোদন

জুন ১৯, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনলাইন গণমাধ্যমকে প্রস্তাবিত সম্প্রচার কমিশনের কাছ থেকে নিবন্ধন নিতে হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে। তবে কমিশন হওয়ার আগ পর্যন্ত তথ্য মন্ত্রণালয় তা দেখবে। আলাদা নিবন্ধনের প্রয়োজন নেই সংবাদপত্রের অনলাইন ভার্সনের জন্য।
 
আজ সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে ব্রিফিংয়ের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য জানান।
 
শফিউল আলম সাংবাদিকদের বলেন, গণমাধ্যম নীতিমালা অনুযায়ী এটা করা হয়েছে। অনলাইন গণমাধ্যমে কমিশনের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। তবে পত্রিকার অনলাইন ভার্সনের জন্য আলাদাভাবে নিবন্ধন করতে হবে না। নিবন্ধন ফি কত হবে তা কমিশন নির্ধারণ করবে।