আয়না২৪ ডেস্ক
ঢাকার আশকোনা এলাকায় হাজি ক্যাম্পের পাশে প্রস্তাবিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দপ্তরে আত্মঘাতী হামলা হয়েছে। এ ঘটনায় ওই আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন।
আজ শুক্রবার আনুমানিক বেলা ১টা ১০ মিনিটের দিকে এই হামলা হয় বলে র্যাব সূত্র জানিয়েছে। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি।
র্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান জানান, বেলা একটার দিকে আশকোনা হাজি ক্যাম্পের পাশে র্যাব সদর দপ্তরের সীমানা প্রাচীর পার হয়ে ওই যুবক ভেতরে ঢুকতে গেল সেখানে উপস্থিত র্যাবের কয়েকজন সদস্য তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। একপর্যায়ে সে সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাঁর শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফারণ ঘটায়।
মুফতি মাহমুদ খান জানান, এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বোমার আঘাতে তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।