আজ রাত থেকে সারা দেশে নৌযান ধর্মঘট

জুলাই ২৩, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

বরিশালসহ সারা দেশের নৌযানে রোববার (২৩ জুলাই) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। ফলে সোমবার (২৪ জুলাই) সারা দেশে কোন প্রকার নৌযান পরিবহন করবে না সংগঠনের অধীনস্ত শ্রমিকরা।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন এই সংগঠনের বরিশাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক একিন আলী মাস্টার।

এদিকে ধর্মঘটের কারণে সোমবার থেকে লঞ্চ না চালাতে পারার ভাবনায় এক ধরনের বিপাকে পড়েছেন লঞ্চ মালিকরা।

শ্রমিক নেতা একিন আলী মাস্টার জানিয়েছেন, ২১ দফা দাবিতে দাবি বাস্তবায়নের লক্ষ্যে তাদের সংগঠনটি অনেক আগেই নানা কর্মসূচি পালন করে আসছে। এমনকি সম্প্রতি রাজধানীর ঢাকায় শীর্ষ নেতারা সংবাদ সম্মেলন করেও সরকার ও লঞ্চ মালিকদের অবহিত করেছিলেন।

কিন্তু তাদের দাবিগুলো বাস্তবায়নে কোন ধরনের পদক্ষেপ নেয়নি। যে কারণে বাধ্য হয়ে তারা ধর্মঘট কর্মসূচি পালনের সিদ্ধান্তে অনঢ় রয়েছেন। এই ধর্মঘটের কারণে যাত্রী হয়রানি হলে হলে লঞ্চ মালিকরা দায়ি হবেন বলেও দাবি করেন একিন আলী।’

কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু জানিয়েছেন, ধর্মঘট হলে অবশ্যই সকলের জন্য ভোগান্তির বিষয়। যে কারণে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় লেভেলে আলোচনা চলছে, আশা করি সুরাহা হবে।’

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনে ২১ দফার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হল, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি, গেজেট অনুযায়ী বকেয়া প্রদান, শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বই প্রদান, বাংলাদেশ ও ভারতের কারাগারে আটক ১৬ নৌযান শ্রমিকের মুক্তি, বেতন ভাতার পাশাপাশি চলাচল উপযোগী বন্ধ তেলবাহী জাহাজ চালু, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, ডিজি শিপিং ও মেরিন কোর্টের হয়রানি বন্ধ, নৌপথের নাব্যতা বৃদ্ধি, পর্যাপ্ত মার্কা-বয়া-বাতি স্থাপন, নৌপথে চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ এবং ভারতগামী জাহাজ শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান।’’