আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে মানুষের ঢল

জানুয়ারি ২২, ২০১৭
Spread the love

আয়না ২৪ ডেস্ক 

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে শুরু হওয়া মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ আখেরি মোনাজাত। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হবে।

মোনাজাতে অংশ নিতে এরই মধ্যেই ইজতেমা প্রাঙ্গণে ঢল নেমেছে লাখো মানুষের। ময়দানের আশপাশের রাস্তায়ও অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক মানুষ।  

আখেরি মোনাজাতের আগে বাদ ফজর বয়ান করেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম।

এ বছর আখেরি মোনাজাতে পাওয়া যাবে না ভারতের প্রখ্যাত আলেম ও বিশ্ব তাবলিগ জামাতের সাবেক আমির মাওলানা জোবায়েরুল হাসানকে। ১৮ বছর ধরে তিনিই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেছেন। তিনি মারা যাওয়ায় এ বছর আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের অপর শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা সা’দ। মোনাজাতের আগে তিনিই হেদায়েতি বয়ান করবেন।

খোঁজ নিয়ে জানা যায়, আখেরি মোনাজাত উপলক্ষে আজ ভোর থেকেই শীত উপেক্ষা করে  লাখো মুসল্লি মহাসড়কে হেঁটে ও ট্রেনে করে টঙ্গীর ইজতেমা ময়দানে গিয়ে সমবেত হয়েছেন। বিপুলসংখ্যক নারী মুসল্লিও মোনাজাতে অংশ নিতে ইজতেমার আশপাশের সড়কে সকাল থেকেই অবস্থান নিয়েছেন। এ সময় তাঁরা ইসলামের আমল, আকিদা ও দাওয়াত বিষয়ে দেশি-বিদেশি মুসল্লিদের বয়ান শুনছেন। আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

ইজতেমায় অংশ নিয়ে তাঁরা দেশ ও মানুষের জন্য দোয়া করবেন। ইজতেমার শিক্ষা আমল করে ইসলামী জীবনাচরণে তাঁরা মনোনিবেশ করবেন। আখেরি মোনাজাত শেষে ইসলামী দাওয়াতি কাজে অংশ নেবেন।

এক বিদেশিসহ আরো তিন মুসল্লির মৃত্যু : বিশ্ব ইজতেমার মাসলাহাল জামাতের জিম্মাদার মো. খাদেম আলী জানান, বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা এক ইন্দোনেশীয় নাগরিক গত শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতের নাম পুর্নম সোপান ওরফে সোফা হাজি (৫৬)।

বিকেলে ওই বিদেশি মুসল্লি হৃদরোগে আক্রান্ত হন (বুকে ব্যথা অনুভব করেন)। প্রথমে তাঁকে ফরেন ক্যাম্পের চিকিৎসকদের কাছে নেওয়া হয়। পরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিশ্ব ইজতেমায় এশার নামাজের পর ওই মুসল্লির জানাজা হয়। নামাজ শেষে ইজতেমা ময়দানের  কবরস্থানেই তাঁর ইচ্ছানুযায়ী তাঁকে দাফন করা হয়েছে।

এ ছাড়া আজ রোববার ভোর পৌনে ৫টার দিকে সিরাজগঞ্জের কাজীপুর থানার লক্ষ্মীপুর গ্রামের কাসিম উদ্দিনের ছেলে দলিলুর রহমান (৭৫) ও সিরাজগঞ্জের ভেন্নবাড়ী হরিনারায়ণপুর গ্রামের মীর হোসেন আকন্দের ছেলে জয়নাল আবেদিন (৬০) মারা যান। তাঁরা দুজনেই বার্ধক্যজনিত রোগে অক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে ইজতেমায় আট মুসল্লির মৃত্যু হয়েছে।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার পর চার দিন বিরতি দিয়ে আগামী ১৫ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

ইজতেমার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে গাজীপুরে পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ জানান, মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে নিয়োজিত আছেন। তাঁরা মুসল্লিদের ঘরে ফেরা পর্যন্ত এখানে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মোনাজাতের পর মুসল্লিদের যাতায়াতের জন্য বেশ কিছু শাটল বাস রাখা হয়েছে। সেগুলোতে মুসল্লিরা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।