• Home  / 
  • জাতীয়  / 

`রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে’

সেপ্টেম্বর ১৬, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক বলেছেন, সংকটময় মুহূর্তে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতিমধ্যে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এটা যেকোন দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। 
 
শনিবার হাই কমিশনার ব্লেইক তার বারিধারার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন।
 
তিনি বলেন, এই সংকটের জন্য দায়ী না হলেও বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। মিয়ানমারকেই এই সংকট নিরসনে পদক্ষেপ নিতে হবে।
 
রোহিঙ্গাদের দুর্দশা ও সংকট নিরসনের বিষয়ে ব্রিটিশ হাই কমিশনার বলেন, দীর্ঘদিনের এই সংকটের রাতারাতি সমাধানের কোনো জাদুর কাঠি নেই। তবে বিশ্ব সম্প্রদায় একটি মতৈক্যে পৌঁছেছে যে, এই সংকট আর চলতে দেয়া যায় না। যুক্তরাজ্যও এই সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে।
 
তিনি বলেন, রাখাইন রাজ্যের জন্য জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন অ্যাডভাইজরি কমিশনের করা সুপারিশ বাস্তবায়িত হলে রোহিঙ্গা সংকটের একটা স্থায়ী সমাধান আসতে পারে।