আয়না২৪ ডেস্ক
চট্টগ্রামের মিরসরাইয়ে সন্দেহভাজন জঙ্গির ভাড়া করা বাড়িতে যৌথ অভিযান চালিয়ে ২৯টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। যে বাড়িটি ঘিরে এই অভিযান সেখানে কুমিল্লার চেকপোস্টে পুলিশের ওপর বোমা হামলাকারীদের একজন- হাসান ভাড়া থাকতেন।
গতকাল কুমিল্লায় পুলিশের ওপর হামলার পর হসানসহ আরও এক জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম জানান, হাসানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট গতকাল রাত থেকে অভিযান শুরু করে।
চট্টগ্রামের পুলিশ সুপার নুর-এ-আলম মিয়া আজ দুপুরে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল মিরসরাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন।
গতকাল কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে নিয়মিত তল্লাশির সময় দুই জন সন্দেহভাজন জঙ্গি হাসান ও জসিম—পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। হাসানের ব্যাগ থেকে বেশ কয়েকটি হাতে তৈরি বোমা জব্দ করা হয়।
গতকালের ঘটনার পর পটিয়ার শান্তিরহাট ও তালতলা চৌকি এলাকাতেও অভিযান চালিয়েছে পুলিশ। তবে এ ব্যাপারে আর বিস্তারিত জানাননি পটিয়া থানার ওসি মো নেয়ামত উল্লাহ।