আয়না ২৪ ক্রীড়া
নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এ যাত্রায় বাংলাদেশে পথ আগলে দাঁড়িয়েছে শক্তিশালী ভারত। ভারতকে আজ হারাতে পারলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। প্রথমবারের মতো পৌঁছে যাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে।
বৃষ্টির জন্য কিছুটা দেরিতে বার্মিংহামের এজবাস্টনে আজ খেলা শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে। আর ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, মাছরাঙা টিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১।
খেলার সর্বশেষ স্কোরঃ তামিম ইকবালের দ্রুত অর্ধশতকে বাংলাদেশ দল .২৫ ওভারে ০২ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করেছে। মাঠে তামিম ইকবালকে সঙ্গ দিচ্ছেন দলের উইকেটকিপার ও সিনিয়র খেলোয়ার মুশফিকুর রহিম। ৫৭ বলে ৪৬ রান করে তামিমকে ভালোই সাপোর্ট দিয়ে যাচ্ছেন মুশফিক। তামিম বর্তমানে ৭২ বলে ৬৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
এর আগে সৌম্য সরকার ০ রানে আউট হলে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ। তবে ২০ ওভারে ১০০ পূর্ণ করলে স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে ফিরে আসে বাংলাদেশ দল।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন
ভারত একাদশ :
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবীচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহ।