গোখরা এবার বিস্কুটের কার্টনে

জুলাই ১৪, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

বৃহস্পতিবার সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একটি দোকানের বিস্কুটের কার্টনের ভেতরে ১২টি গোখরা সাপ পাওয়া গেছে। সাপগুলো মেরে ফেলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কাজীরহাট বাজারে নিজামের ফার্স্টফুড নামে একটি দোকানে সাপগুলো পাওয়া যায়।

দোকানের মালিক নিজাম আলী জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি বেচা-বিক্রি করছিলেন। হঠাৎ দোকানের একটি বিস্কুটের কার্টনে চোখ পড়তেই তিনি দেখতে পান, কার্টনের ভেতরে একটি সাপ নড়াচড়া করছে।

নিজাম আলী বলেন, ‘প্রথমে আমরা ওই সাপটি মেরে ফেলি। এর পর দেখতে পাই, ছোট ছোট একেকটি সাপ এদিক-ওদিক ছুটছে। একে একে ১২টি সাপ মেরেছি আমরা। রাতে ভয়ে দোকান বন্ধ করে রাখা হয়েছে। সকালে দোকান খুলে দেখা হবে আরো সাপ আছে কি না।’

এর আগে গত ৫ ও ৬ জুলাই সাতক্ষীরার সদর ও আশাশুনি উপজেলায় দুজনের বাড়িতে ৭৬টি গোখরা সাপ ও ৫০টি ডিম পাওয়া যায়। এ ছাড়া ৪ জুলাই মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরীর বুধপাড়া মহল্লার বাসিন্দা মাজদার আলীর শোয়ার ঘরে একে একে মারা পড়ে ২৭টি গোখরা। ওই বাড়িটিও পুরোনো মাটির বাড়ি। এগুলোর সবই বাচ্চা সাপ। প্রতিটি লম্বায় আড়াই ফুটের মতো।

আর ৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর তানোর পৌরসভার ভদ্রখণ্ড মহল্লার কৃষক আক্কাস আলীর রান্নাঘরে পাওয়া যায় আরো ১২৫টি গোখরা সাপ।