পড়াশোনার খরচ মিটাতে পারে বাজেরিগার পাখি

অক্টোবর ৮, ২০১৮
Spread the love

আয়না২৪ নিজস্ব প্রতিবেদক

বাজেরিগার একটি পোষা পাখির নাম। বাংলাদেশে এই পাখিটি খুবই জনপ্রিয়। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে এই পাখি পালন করা হচ্ছে। অধিকাংশ শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এ পাখি পালন করে তাদের পড়াশোনার খরচ মেটাচ্ছে।

শখের পাখি পালনের পাশাপাশি যে কেউ অর্থও উপার্জন করতে পারেন। এছাড়া যে কোনো শিক্ষার্থী তার পড়াশোনার খরচ মেটাতে পারে বাজেরিগার পাখি পালন করে। বাচ্চরাও এটি পালনে খুবই আগ্রহী কারন পাখিটির বিভিন্ন রং যা বাচ্চাদের আকর্ষিত করে। বাজেরিগার পাখি ৬ মাস বয়সে পূর্ন বয়স্ক হয় এবং ৬-৭ মাস বয়সে ডিম হতে বাচ্চা উৎপাদনের ক্ষমতা অর্জন করে। সব থেকে ভালো হয় ৮-১০ মাস বয়সে প্রথম ব্রিডিং এ দিলে। মজার ব্যাপার হল এরা এককভাবে ৫-৭ টি ডিম পাড়ে এবং তা দিয়ে ১৮ দিনে ডিম থেকে বাচ্চা ফুটায়।

সুতরাং কারো যদি ১০ জোড়া বাজেরিগার থাকে তা হলে মাসে সর্বনিম্ন ৪০ টি বাচ্চা পাবে। প্রতিটি বাচ্চা যদি ১৫০ টাকা করে ও বিক্রি হয় তা হলে আয় হবে ৬০০০ টাকা। মাসে এদের খাবার এবং অন্যান্য খরচ ২৫০০ টাকার বেশি লাগবে না। সুতরাং মাসে তার ৩৫০০ টাকা আয় হল।

তবে হা পাখির স্বাস্থ্যের কথাও মাথায় রাখতে হবে। পাখিকে ভালবাসতে হবে তা হলে পাখির মাধ্যমে আয় হবে। বছরে ৬ বার এর বেশি ব্রিডিং করানো উচিৎ হবে না। বর্তমানে বহু ছাত্র-ছাত্রীরা এখন বাজেরিগার পালন করছে এবং নিজেদের পড়াশুনার খরচ যোগাচ্ছে।

সুতরাং বলা যায়, সৌখিন পাখি পালন এখন আর সৌখিনতার মধ্যে সীমাবদ্ধ নেই, এখন পাখি পালনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও হচ্ছে এবং যুবক সমাজ মাদক ও নেশা থেকে দুরে থাকছে।

আমাদের সন্তানকে এক জোড়া বাজেরিগার পাখি কিনে দেই। এতে করে সন্তান নেশার হাত বাচবে অন্য দিকে অর্থনৈতিক উন্নয়ন ও বাড়বে।

প্রতিদিন আনকমন এবং ইন্টারিস্টিং খবরাখবর পেতে আমাদের সাথেই থাকুন। এরপর আমরা নিয়ে আসবো কিভাবে বাজেরিগার পাখি পালন করবেন এবং এর বিষয়বস্তু। সুতরাং আপডেট পেতে চাইলে লইকে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।

রবিউল ইসলাম