২-৩ ঘন্টার মধ্যে বাংলাদেশ অতিক্রম করবে ‘মোরা’

Spread the love

আয়না২৪ প্রতিবেদন

আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় ‘মোরা’ বাংলাদেশের উপকূল অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। ঝড়টি কক্সবাজার জেলার টেকনাফ, সেন্টমার্টিন ও চট্টগ্রামের কুতুবদিয়ার ওপর দিয়ে অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৮ টার দিকে ঢাকার আগারগাঁওয়ে ।অবস্থিত আবহাওয়া অধিদপ্তরে আয়োজন করা এক সংবাদ সম্মেলনে এমন  তথ্য দেন অধিদপ্তরের পরিচালক সামসুদ্দিন আহমেদ।

সামসুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘মোরা’র প্রভাবে ভোরে টেকনাফে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৫ কিলোমিটার, সেন্টমার্টিনে ছিল ১১৪ কিলোমিটার। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে।

এদিকে ভোর পাঁচটা থেকে ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন সমুদ্র উপকূলে ঝোড়ো হা্ওয়া বইতে শুরু করে। সঙ্গে হালকা বৃষ্টি ছিল। ঝড়ে সেন্টমার্টিনে গাছপালা ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক মঙ্গলবার ভোর পাঁচটায় প্রথম আলোকে বলেন, ভোর চারটার দিকে ‘মোরা’ টেকনাফ ও সেন্টমার্টিন এলাকা অতিক্রম করতে শুরু করে। এসব এলাকায় এখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার। তিনি আরও বলেন, ১৯৯১ ও ১৯৯৪ সালে আঘাত হানা ঝড়ের চেয়ে এবারের ঝড়ে বাতাসের গতিবেগ কিছুটা বেশি বলে স্থানীয় লোকজন তাঁদের জানাচ্ছেন।

ঘূর্ণিঝড়ের আঘাতে ভোর চারটার পর থেকে সেন্টমার্টিন লন্ডভন্ড হয়ে যাচ্ছে। গাছপালা-বাড়িঘর ঝড়ে বিধ্বস্ত হতে শুরু করেছে। যারা আশ্রয়কেন্দ্র, হোটেলসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে, তারা সবাই খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। তাঁরা বলছেন, এর আগে তাঁরা কখনো এমন ভয়াবহ ঝড় দেখেননি।