নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে।
ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, গভীর নিম্নচাপটির ফলে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া হতে পারে।
নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবার বিকেল থেকে তা বাড়তে শুরু করে।
শুক্রবার রাতে দেওয়া আবহাওয়া বিভাগের সর্বশেষ বার্তায় বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত চট্টগ্রাম বন্দর থেকে ৯০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৫৫ কিলোমিটার, মোংলা বন্দর থেকে ৯৯৫ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে একটানা বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার যা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।