লঘুচাপটি নিম্নচাপে পরিণত ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

নভেম্বর ১৬, ২০১৭
Spread the love

নিজস্ব প্রতিবেদক

উত্তর-পশ্চিম  বঙ্গোপসাগরে অবস্থানরত  লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

লঘুচাপের প্রভাবে বুধবার দিনভর দেশের বিভিন্ন স্থানে  বৃষ্টিপাত হলেও  বৃহস্পতিবার লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় মেঘলা ও থমথমে অবস্থা বিরাজ করছে। এর প্রভাবে বঙ্গােপসাগর উত্তাল রয়েছে।  
বৃহস্পিতবার বিকাল ৩ টায় আবহাওয়া অধিদপ্তেরর বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারে মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।