৩৫ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত এবারের এপ্রিলে

এপ্রিল ২৫, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

এবারের এপ্রিলে ৩৫ বছর পর  দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। গতকাল সোমবার (২৪ এপ্রিল) পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল এই মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের তুলনায় ১১৯ শতাংশ বেশি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য উল্লেখ করে এ  তথ্য জানান আবহা্ওয়া অধিদপ্তরের ঢাকার উপ পরিচালক আয়েশা খাতুন। তিনি বলেন, ১৯৮১ সালের এপ্রিলে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ১৬৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। এর ৬ বছর পর একই মাসে প্রায় ৬১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল।

অবশ্য এ বছর অতিবৃষ্টি শুরু হয়েছে মার্চে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, মার্চে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ১৫২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এর আগে ২০০৫ সালের মার্চে স্বাভাবিকের চেয়ে ১০৭ শতাংশ বেশি বৃষ্টি হয়।

দেশের বাইরে উজানেও এ বছর স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। পৃথিবীতে সর্বোচ্চ বৃষ্টি হয় ভারতের চেরাপুঞ্জিতে। সেখানে এ বছর মার্চের শেষ ৯ দিনে ১ হাজার ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা সেখানকার স্বাভাবিকের তুলনায় বেশি। উজানের আরও অনেক স্থানে মার্চ থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে।