• Home  / 
  • অপরাধ  / 

রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম

Spread the love

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের সবুজ শরীফ (২১) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহতাবস্থায় সবুজকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলার কানুনিয়া এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সবুজ শরীফের মা সেনোয়ারা বেগম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে বুধবার দুপুরে রাজাপুর থানায় ছেলে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। আহত সবুজ কানুনিয়া এলাকার আবুল হোসেন শরীফের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার বাজার থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে আটটা নাগাদ কানুনিয়া এলাকার জনৈক মাহবুবের দোকানের কাছে এলে পূর্ব শত্রুতার জের ধরে সবুজকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে স্থানীয় কিরন, আসিফ, খোকনসহ ১০-১২ জনের একটি দল।

হামলার পর সবুজকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। হামলার সময় সবুজের ডাক-চিৎকার দূরে থাকা কিছু প্রতিবেশি শুনতে পায়। পরবর্তীতে তারা ঘটনাস্থলে এসে সবুজকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সবুজকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, সবুজ গুরুতর আহত হলেও বর্তমানে সে আশংকামুক্ত রয়েছে। তবে তার মাথা ও ডান পায়ের গোড়ালিতে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে জখম করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রুজু করা হয়েছে। এখন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।