আ্য়না২৪ ডেস্ক
অবশেষে বেনারস থেকে উদ্ধার হল প্রয়াত সানাইয়ের জাদুকর বিসমিল্লা খানের চুরি যাওয়া সানাই। এসব চুরির অভিযোগে প্রয়াত কিংবদন্তির নাতি সাদাব হাসান এবং শঙ্করলাল শেঠ ও সুজিত শেঠ নামে দুই স্বর্ণকারকে গ্রেপ্তার করেছেন বিশেষ টাস্ক ডিপার্টমেন্টের তদন্তকারীরা। তবে রুপো দিয়ে তৈরি সানাইগুলি আর আস্ত নেই। সেগুলিকে গলিয়ে ফেলা হয়েছে।
তদন্তকারী দলের প্রধান অমিত পাঠক বলেছেন, ‘ওই স্বর্ণকারদের সাহায্যেই সানাইগুলোকে গলিয়ে ফেলেছিল সাদাব। তাদের কাছে মাত্র ১৭ হাজার টাকায় সানাই গলানো রুপো বিক্রি করেছিল।’ সানাইয়ের কাঠের অংশটুকু অবশ্য ভাঙা অবস্থাতেই উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রয়াত বিসমিল্লাকে তিনটি রুপোর সানাই উপহার দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বাল। প্রায়শই জলসায় সেগুলি বাজাতেন বিসমিল্লা। এই সানাইগুলিই চুরি করেছিল তাঁর নাতি সাদাব। বিসমিল্লার মৃত্যুর পরে সেগুলো চুরি হয়ে গিয়েছে বলে ৫ ডিসেম্বর বারাণসীর চৌক থানায় অভিযোগ দায়ের করেন শিল্পীর ছেলে কাজিম হাসান।