আয়না২৪ প্রতিবেদন
একটি হত্যা মামলায় আজ বরগুনায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সে সঙ্গে মামলার অপর পাঁচ আসামিকে খালাস প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু তাহের এ আদেশ দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনার বেতাগী উপজেলার বুড়ামজুমদার উইনিয়নের গেরামর্দন গ্রামের আবদুল জলীল, মো. মনির হোসেন, রহিম, মজিবর হোসেন, রুহুল আমীন সিকদার, সত্তার ও মো. জলীল মীর।
একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেন আদালত। অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মো. জলীল মীর পলাতক। রায়ের পর আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ছাড়া এ মামলার অন্য পাঁচ আসামি আজীজ খান, সোহবরাব খান, সোমেদ আলী, শহিদ সিকদার, লাইলী বেগমকে বেকসুর খালাস প্রাদান করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ২ ডিসেম্বর জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে গেরামর্দন গ্রামের মো. কবীর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। পরে ওই ঘটনায় তার স্ত্রী ছফুরা বেগম বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ বিচার কার্যের পর আজ বৃহস্পতিবার রায় প্রদান করেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাভোকেট ভুবন চন্দ্র হালদার বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট নই। ‘ উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান তিনি। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দীন আহমেদ বলেন, ‘আমার মক্কেলরা ন্যায়বিচার পাননি। তাই তারাও উচ্চ আদালতে আপিল করবেন। ‘