• Home  / 
  • অপরাধ  / 

দুই ছাত্রী ধর্ষণের মূল পরিকল্পনাকারী নাঈম আশরাফ অবশেষে গ্রেপ্তার

Spread the love

আয়না২৪  ডেস্ক

বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে দুই বিশ্ববিদ্যালয়  শিক্ষার্থী ধর্ষণ ঘটনার মূল পরিকল্পনাকারী নাঈম আশরাফ ওরফে আবদুল হালিম অবশেষে  গ্রেপ্তার হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
 নাঈম আশরাফেরে গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়। দিনি  বলেন, পুলিশ সদর দপ্তরের একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 
 
গ্রেপ্তারের  পর তাকে ঢাকায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে এই ঘটনায় এজাহারভূক্ত পাঁচ আসামিকে পুলিশ গ্রেপ্তার করল।  অপর চার আসামি  রিমান্ডে আছেন।
এদিকে,  মামলার রিমান্ডে থাকা সাফাত আহমেদ ও সাদমান সাকিফের সঙ্গে মুখোমুখি করা হয়েছে সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীকে। মিন্টো রোডে  মহানগর গোয়েন্দা কার্যালয়ে বিল্লাল ও রহমতকে দেখে চমকে ওঠেন সাফাত ও সাদমান। সাফাতের দেওয়া তথ্য যাচাই বাছাই করতে তাদেরকে মুখোমুখি করা হয়। ৫ দিনের রিমান্ড শেষ সাকিফকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে পারেন বলে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। ৬ দিনের রিমান্ড শেষে সাফাতকে আদালতে পাঠানো হবে শুক্রবার। গাড়ি চালক বিল্লাল চার দিন ও দেহরক্ষী রহমত  তিন দিনের রিমান্ডে রয়েছে। গতকাল বুধবার ছিল তাদের রিমান্ডের প্রথম দিন।
 
চার আসামিকে জিজ্ঞাসাবাদকারী মামলার তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, মিন্টু রোডের গোয়েন্দা পুলিশের একটি কক্ষে মঙ্গলবার রাতে চার আসামিকে মুখোমুখি করা হয়। সাফাত ও সাকিফ তখন পর্যন্ত জানতেন না যে বিল্লাল ও রহমত গ্রেফতার হয়েছে। সাফাত তাদের দেখে চমকে ওঠেন। জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তা প্রথমেই দুই শিক্ষার্থী ধর্ষনের বিষয়ে জানতে চাইলে চার আসামিই সেই রাতে তারা কি কি করেছিল তার বর্ণনা দেয়। পরে তাদের বক্তব্য পুলিশ কর্মকর্তারা যাচাই বাছাই করে।
 
খুব দ্রুত সময়ের মধ্যে বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনার তদন্ত কার্যক্রম শেষ হবে জানিয়ে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় চার আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। ইতোমধ্যে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এখন সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম নামে এক আসামি পলাতক রয়েছেন। গ্রেফতার হওয়া আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছেন।
 
ঘটনার পর বনানী থানায় মামলা গ্রহণে গড়িমসি ও তরুণীদের হয়রানির অভিযোগ বিষয়েও একটি তদন্ত কমিটি হয়েছে। কমিটির প্রধান হিসেবে রয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মিজানুর রহমান। ইতিমধ্যে কমিটি বনানী থানার ওসি ফরমান আলীকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে। বিভিন্ন শ্রেণী পেশার অনেককেই জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংশ্লিষ্টরা। 
 
 রেইনট্রি হোটেলের মালিককে আবার  শুল্ক গোয়েন্দায় কার্যালয়ে তলবঃ
 দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনাস্থল ‘দ্য রেইনট্রি হোটেল’র ব্যবস্থাপনা পরিচালক শাহ  মো. হারুন আদনানকে ২৩ মে কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে আবারও তলব করা হয়েছে। বুধবার  বেলা ১১টার দিকে শুল্ক গোয়েন্দা বিভাগের কার্যালয়ে তার উপস্থিত হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণ  দেখিয়ে তিনি হাজিরা থেকে বিরত থাকেন।
তার পক্ষে আইনজীবী জাহাঙ্গীর কবীর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে উপস্থিত হন। এ সময় হারুন আদনানের অসুস্থতা উল্লেখ করে হাজিরা দেওয়ার জন্য তার পক্ষে এক মাসের সময় চেয়ে আবেদন করেন আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে শুল্ক  গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান এক সপ্তাহের সময় মঞ্জুর করেন।