• Home  / 
  • Uncategorized  / 

রাশিয়ায় মেট্রো স্টেশনে জোড়া বিস্ফোরণ, মৃত অন্তত ১০

এপ্রিল ৩, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

ভয়াবহ বিস্ফোরণে এবার  কেঁপে উঠল রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের দুটো মেট্রো স্টেশন। একটি সেনিয়া প্লোসচাদ স্টেশন, আপরটি টেকনোলজিস্কি ইনস্টিটিউট স্টেশন। মৃত অন্তত ১০ জন। আহত বহু। মৃতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা করছে প্রশাসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবহার করা হয়েছিল একটি শক্তিশালী আইইডি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে নিরাপত্তাকর্মীরা। শুরু হয়েছে তল্লাশি অভিযান। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এরইমধ্যে  সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছড়িয়ে পড়েছে সেই বিস্ফোরণের ছবি। সেনিয়া প্লোসচাদ স্টেশনে এক যাত্রীর তোলা ছবিতে বিস্ফোরণের ভয়াবহতা ফুটে উঠছে। ওই ছবিতে দেখা যাচ্ছে বিস্ফোরণের ফলে দুমড়ে মুচড়ে গিয়েছে একটি ট্রেনের দরজা। তার পাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটি মৃতদেহ। রাশিয়ান সংবাদ মাধ্যম সূত্রগুলোর খবর, সেন্ট পিটার্সবুর্গ শহরেই রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁকে বিস্ফোরণের কথা জানানো হয়েছে। ঘটনার পর মেট্রো পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে।