আয়না২৪ ডেস্ক
এককালে ডাকসাইটে মডেল ছিলেন তিনি। বিভিন্ন পত্রিকার প্রচ্ছদে তাঁকে সাহসী পোশাকে দেখতে অভ্যস্ত ছিলেন মার্কিনীরা। তবে মার্কিন ফার্স্টলেডি হওয়ার পর নিজেকে আমূল বদলে ফেলেছেন মেলানিয়া ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউস থেকে ফার্স্টলেডি হিসেবে তাঁর একটি পোর্ট্রেট প্রকাশ করা হয়েছে। ছবিট তুলেছেন বেলজিয়ান চিত্রশিল্পী রেজিন মাহাক্স।
ছবিতে ফুলহাতা কালো জ্যাকেট, বো টাই এবং খোলা চুলে দাঁড়িয়ে রয়েছেন মেলানিয়া। দুই হাতে দু’টি আংটি ছাড়া আর কোনও গয়না নেই। পোর্ট্রেটের সঙ্গে মার্কিনবাসীকে বিশেষ বার্তাও দিয়েছেন মেলানিয়া। বলেছেন, ‘ফার্স্টলেডির দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছি। আগামী কয়েক বছর মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করব।’
মেলানিয়াকে নতুন রূপে দেখে সোশ্যাল মিডিয়ায় খুশি জাহির করেছেন অনেকেই। তাঁদের মতে, সাহসী পোশাক না পরেও যথেষ্ট সুন্দর দেখাচ্ছে তাঁকে। তবে সমালোচনাও করেছেন অনেকে। তাঁদের দাবি ছবিটিতে যথেষ্ট কারিকুরি করা হয়েছে। ছবিটি আদতে হোয়াইট হাউসে তোলা হয়েছে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জিতে ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেলানিয়া কিন্তু সেই পথে হাঁটেননি। ছেলে ব্যারনের পড়াশোনার কথা ভেবে ম্যানহ্যাটনের বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। মেলানিয়ার এহেন সিদ্ধান্তে কম বিতর্ক হয়নি।
এর আগে ফার্স্টলেডি হিসেবে হোয়াইট হাউসে পা রেখে সমালোচনার মুখে পড়েছিলেন মিশেল ওবামাও। হোয়াইট হাউসের পোর্ট্রেটে তিনি হাতকাটা জামা পরেছিলেন। পরে অবশ্য তার জন্য ‘ফ্যাশনিস্তা’ তকমা জুটেছিল।