স্তন ক্যান্সার শনাক্তকরনে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি

অক্টোবর ১৬, ২০১৮
Spread the love

আয়না২৪ ডেস্ক

গুগল তৈরি করেছে স্তন ক্যান্সার শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল।

প্রতিষ্ঠানটির গবেষকদের দাবি, মানুষের চেয়েও নির্ভুলভাবে অ্যাডভান্সড স্টেজের স্তন ক্যান্সার শনাক্ত করতে সক্ষম এ প্রযুক্তি ৯৯ শতাংশ ক্ষেত্রেই সফল হয়েছে। এ জন্য বিভিন্ন ধরনের স্তন ক্যান্সারের লক্ষণ ও ছবির সমন্বয়ে বিশেষ ধরনের অ্যালগরিদমও তৈরি করা হয়েছে। ফলে কোনো রোগীর নমুনা পরীক্ষা করে দ্রুত স্তন ক্যান্সার শনাক্ত করতে পারে। শুধু তা-ই নয়, রোগীর শরীরে ক্যান্সারের পর্যায় সম্পর্কেও সঠিক ধারণা দিতে পারে।