মাশরাফির পায়ে আবার ও অস্ত্রোপচার হবে

অক্টোবর ৫, ২০১৮
Spread the love

আয়না২৪  ক্রিড়া

জিম্বাবুয়ের বিরুদ্ধে এ মাসেই মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু এই সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ শুধু জিম্বাবুয়ে নয়। ইনজুরিকেই এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করা হচ্ছে। এশিয়া কাপ থেকে সাকিব তামিম ছিটকে পড়ার পর মাশরাফি ও মুশফিক দুজনেই ইনজুরিতে পড়ে।

এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের শোয়েব মালিকের ক্যাচ নিতে গিয়ে আঙুলে ব্যথা পান মাশরাফি মুর্তজা। ব্যথা নিয়েই ভারতের বিপক্ষে ফাইনালে খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। ঢাকায় ফেরার পর আঙুল নিয়ে কয়েকবার হাসপাতালে ছুটতে হয়েছে তাকে।

তার ঊরুতেও ছোট ইনজুরি রয়েছে। পায়ে বল সরাসরি আঘাত করেছিল। এতে ঊরুতে রক্ত জমে যায়। ঠিক কতটুকু রক্ত জমেছে তা জানার জন্য আবারো স্ক্যান করানো হবে। তারপর আমরা পরবর্তী করণীয় ঠিক হবে।

বুধবার মাশরাফির আঘাত পরীক্ষা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘মাশরাফির কনিষ্ঠ আঙুলের আঘাত একটু গুরুতর। এ ধরনের ইনজুরি সারতে সপ্তাহ তিনেকের মতো লাগে। এর মধ্যে প্রায় এক সপ্তাহ কেটে গেছে। আশা করি, দুই সপ্তাহের মধ্যে খেলার মতো অবস্থায় ফিরে আসবে মাশরাফি।’