আয়না২৪ নিজস্ব প্রতিনিধি
কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। গত কাল বেলা ১১টা ২০ মিনিটে তাঁকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে বের করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়। সোয়া ১১টার দিকে কারাগার থেকে রওনা হয়ে সাড়ে ১১টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি।
শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ। তবে তার মনোবল শক্ত আছে।
সকালে শাহবাগ থানার পরিদর্শক আবুল বাশার সাংবাদিকদের এ বিষয়টি জানান। হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা হবে বলেই আনা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
খালেদা জিয়াকে সেখানে কেবিন ৫১২ তে রেখে চেকআপ করা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার সদস্যের মেডিকেল বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাঁর এক্স-রে ও রক্ত পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এদিকে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার বলর গড়ে তুলেছে। সরিজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে, গেটে এবং ভিতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। হাসপাতালের প্রবেশের মূল গেটে প্রবেশের সময় সাধারণ রোগীদেরও তল্লাশি হচ্ছে। পুলিশ, র্যাবসহ সাদা পোশাকধারী বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে তাঁকে সেখানে রাখা হয়।