আয়না ২৪ প্রতিনিধি
পায়রা ও বিষখালী নদীর ওপরে সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাই উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এক বর্নাঢ্য আনন্দ র্যালীর করা হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমীর মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, নারী সংরক্ষিত আসনের এমপি নাসিমা ফেরদৌসি ।এ সময় সেতু বিভাগের প্রধান কবীর আহম্মদের নেতৃত্ব সাত সদস্যর প্রতিনিধি দল ও আট সদস্যর বিশেষজ্ঞ দল উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য (এমপি) দেলোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর কবির, উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু।
এদিকে পায়রা সেতু নির্মাণের খবরে আনন্দের বন্যা বইছে আমতলী উপজেলার সাধারণ মানুষের মাঝে। মন্ত্রী পরিষদে পায়রা নদীতে ব্রীজ নির্মাণে চুড়ান্ত অনুমোদন দেওয়ায় সোমবার আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের উদ্যোগে এক আনন্দ র্যালী বের হয়। হাজারো মানুষের অংশ গ্রহনে আনন্দ র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে পায়রা নদীর তীর ফেরিঘাটে মেয়র মো.মতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। মেয়র মো.মতিয়ার রহমানের বলেন, পায়রা নদীতে সেতু হবে এটা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিলো। সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। এ সেতু নির্মিত হলে এলাকার মানুষের জীবন-মানের অনেক উন্নতি ।
সমাবেশে বক্তব্য রাখেন, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, গুলিশা খালী ইউপি চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট .নুরুল ইসলাম, হলদিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা,আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহার উদ্দিন মাসুম তালুকদার ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম শাহজাদা আকন প্রমুখ।