শিশু আলপনাকে ধর্ষণ ও হত্যা- মৃত্যুদণ্ড বহাল

জানুয়ারি ১৯, ২০১৮
Spread the love

আয়না ২৪ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে সাত বছরের শিশু আলপনা খাতুনকে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সাইফুল ইসলাম ও মো. আরিফ হোসেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল, সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম আজাদ খান, সৈয়দা সাবিনা আহমেদ, মারুফা আক্তার শিউলি এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও আফিল উদ্দিন।

জানা গেছে, ২০০৮ সালে শিশু আলপনাকে ধর্ষণের পর হত্যা করে আসামিরা। এ ঘটনায় তার (আলপনা) বাবা তোরাব আলী মামলা করেন। এ মামলায় ২০১১ সালে বিচারিক আদালত দুই আসামিকে ফাঁসির দণ্ড দেন।

পরে দুই আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানির জন্য বিষয়টি হাইকোর্টে আসে। এর পর শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন হাইকোর্ট।