নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক আজ বৃহস্পতিবার সকালে বরগুনায় যাচ্ছেন। তিনি আজ সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হওয়া জেলা উন্নয়ন মেলার অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেবেন। পরে তিনি সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা উন্নয়ন মেলার উদ্বোধন ও আলোচনা সভায়ও অংশ নেবেন।
এতে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাববেন বরগুনা-১ আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক ও বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জ্জামান।
পরে সচিব আবদুল মালেক সকাল ১১ টায় বরগুনা শহরের বঙ্গবন্ধু কম্পেলেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করবেন। এপর সকাল সাড়ে ১১ টায় তিনি শহরের ক্রোক এলাকায় নব নির্মিত স্বাধীনতা সড়কের ফলক উন্মোচন করে সড়কটির শুভ উদ্বোধন করবেন।
সচিব আবদুল মালেক দুপুর ১২ টায় বরগুনা পৌরসভা মিলনায়তনে সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহরের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করবেন। এই সভায় সভাপতিত্ব করবেন বরগুনার পৌর মেয়র মো. শাহাদাত হোসেন। সচিব আবদুল মালেক এরপর বেলা ২ টায় বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংংশ নেবেন।
এরপর বেলা ৩ টায় তিনি আমতলী যাবেন। এরপর তিনি সেখানে আমতলী পৌরসভা কর্তৃক নির্মিত আমতলী একে স্কুল থেকে চৌরাস্তা পর্যন্ত নবনির্মিত বঙ্গবন্ধু সড়কের শুভ উদ্বোধন করবেন। পরে তিনি শেষে পৌরসভা মিলনায়তন উদ্বোধন করবেন। এরপর তিনি এক সূুধী সমাবেশে অংশ নেবেন। এই সমাবেশে সভাপতিত্ব করবেন আমতলীর পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেকের আগমণে বরগুনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।