অনলাইন ডেস্ক
আর কদিন বাদেই নতুন বছর, শুভ ক্রিসমাস। তাই বিশ্বের অন্যান্য মতো নতুন সাজে সেজে উঠছে আমেরিকার লস অ্যাঞ্জেলস। নতুন বছরকে উদযাপনের এই শুভ মুহূর্তের অপেক্ষা মাঝে গত শুক্রবার সন্ধ্যায় আকষ্মিক আকাশে ‘ভিনগ্রহের যান’ দেখে তুমুল শোরগোল পড়ে যায় লস অ্যাঞ্জেলসে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হুমড়ি খেয়ে পড়েন অনেকে। তারা প্রশ্ন করতে থাকেন তাহলে কি ভিনগ্রহের প্রাণীদের অস্বিস্ত আছে?
রাত্রি যত গভীর হতে থাকে তত বাড়তে থাকে মানুষের মধ্যকার গুজব। অনেক সময় ধরে আকাশে ভাসমান ওই অদ্ভুত যানটি থেকে না কি উজ্জ্বল আলো বেরোতেও দেখেছেন অনেকে। অনেকে সেই দৃশ্যের ভিডিও ধারণ করেন। মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি বাড়তে থাকে আতঙ্ক। ঘর থেকে দলে দলে মানুষ বের হয়ে আসেন অ্যাঞ্জেলসের বিভিন্ন সড়কে। যানটি যে আসলে ‘ভিনগ্রহের’ সে বিষয়ে অনেকেই নিজেদের মধ্যে কর্ত-বিতর্কে জড়ান। শেষ পর্যন্ত এই রহস্যের কিনারাও হয়।
শেষ পর্যন্ত জানা গেলে উজ্জ্বল আলো ছড়ানো যানটি আসলে কোনো ভিনগ্রহের যান নয়; এটা মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্স নামের একটি উপগ্রহ। এটি আকারে ঠিক জেলিফিশের মতো। এই উপগ্রহটি বহন করে নিচ্ছিল ফ্যালকন -৯ নামে একটি বুস্টার রকেট। ভ্যান্ডার্নবার্গ বিমান ঘাঁটি থেকে ওইদিন বিকেল সাড়ে ৫ টায় উপগ্রহটি আকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। এই উপগ্রহটি প্রায় ১০ মিনিটকাল ধরে লস অ্যাঞ্জেলসের আকাশে স্পষ্ট দেখা যাচ্ছিল।