অনলাইনে ডেস্ক
যুক্তরাষ্ট্র মুসলমানদের পবিত্রভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এর বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার জাতিসংঘের সদর দপ্তরে মিসর এই প্রস্তাব উত্থাপন করার পর এ ব্যাপারে ভোটাভুটি হয়। বিবিসির খবরে এমন তথ্য দেওয়া হয়েছে।
খবরে বলা হয়, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্য রাষ্ট্রই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে কেবল যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবে ভেটো দিলে ওই প্রস্তাবটি নাকচ হয়ে যায়। নিরাপত্তা পরিষদের অন্য চার স্থায়ী সদস্য রাষ্ট্র হলো রাশিয়া, চীন, যুক্তরাজ্য এবং ফ্রান্স।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে যে কোনো একটি সদস্য রাষ্ট্র যদি কোনো প্রস্তাবে ভেটো দেয় তবে সেই প্রস্তাব নাকচ হয়ে যাওয়ার বিধান রয়েছে।
সোমবারের ভোটাভুটিতে এই প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি নিক্কি হ্যালি। তিনি এসময় বলেন, এটা যুক্তরাষ্ট্রের প্রতি ‘উপহাস’। ওয়াশিংটন ভবিষ্যতে এই বিষয়টি মনে রাখবে। তিনি এই প্রস্তাবের কড়া সমালোচনা করে এও বলেন, ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনের পরিবর্তনে এটা আরও ক্ষতিকর পর্যায়ে নিয়ে যাওয়ার জাতিসংঘের উদ্যোগের একটা উদাহরণ হিসেবে বিবেচিত হবে আজকের এই উদ্যোগ।
যুক্তরাষ্ট্রের ভেটোতে প্রস্তাবটি নাকচ হয়ে যাওয়ার পর এর বিপক্ষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ফিলিস্তিন। ফিলিস্তানের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন মুখপাত্র যুক্তরাষ্ট্রের এই আচরণকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করেছেন।
ফিলিস্তিন সরকার এর আগে বলেছিল, নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র এই প্রস্তকাবের ব্যোপারে ভেটো দিলে তারা জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বারস্থ হতে পারেন। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত রিয়াদ মানসুর সৌদি আরবের গণমাধ্যমে এমন মন্তব্য করেছিলেন।
এদিকে ব্রিটিশ একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী দল হামাসের প্রশিক্ষণশিবিরে সোমবার ইসরায়েলি সেনারা বিমান নিয়ে হামলা চালায়। ইসরায়েলি সেনারা দাবি করেছে, ফিলিস্তিনের ভূখণ্ড থেকে ছোড়া রকেট হামলার প্রত্যুত্তরে তারা এই হামলা চালায়।যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে হামাস তাদের রকেট হামলার সংখ্যা আগের থেকে বাড়িয়েছে।
ইসরায়েলি সেনাদের ভাষ্য, রোববার রাতে দুটি এবং সোমাবার সকালের দিকে আরো একটি রকেট হামলা চালানো হয়েছে। এই হামলার জবাবে হামাসের প্রশিক্ষণশিবির লক্ষ্ তারা করে বিমান হামলা চালায়। তবে এমন হামলায় কোনো পক্ষই হতাহত হওয়ার দাবি করেনি।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর মার্কিন প্রসিডেন্ট ডোনাল ট্রাম্প পবিত্রভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ফিলিস্তিনসহ সমগ্র বিশ্বে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিন-ইসরায়েল ভূখন্ডে শুরু হয় নতুন করে উত্তেজনা।