আয়না ২৪ প্রতিনিধি
দিনাজপুর সদরের দুটি গ্রামে দুই কিশোরী তাদের নিজ নিজ প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছে।
এর মধ্যে এক কিশোরী তার স্বামীকে তালাক দিয়ে সাবেক প্রেমিকের বিয়ের আশ্বাসে চলে আসে। কিন্তু সাবেক প্রেমিক বিয়ে নিয়ে টালবাহানা শুরু করায় তার এ কর্মসূচি বলে জানায়।
নবম শ্রেনী পড়ুয়া অপর কিশোরী জানায়, স্থানীয় এক কিশোরের (দশম শ্রেণির ছাত্র) সঙ্গে তাঁর মুঠোফোনে পরিচয় হয়। নিয়মিত কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই কিশোর বিয়ের কথা বলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে ওই কিশোর বিয়ের ব্যাপারে অভিভাবকদের জানাতে অপারগতা জানালে কোনো উপায় না পেয়ে গত শুক্রবার থেকে সে তার ওই কিশোর প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে আমরণ অনশন শুরু করে।
বিয়ের বয়স হওয়ার আগেই বিয়ের দাবিতে এ ধরনের কর্মসূচি শুরু করার বিষয়ে জানতে চাইলে ওই কিশোরী জানায়, ভবিষ্যতে তার প্রেমিক তাকে বিয়ে করবে কি না, সে বিষয়ে আশঙ্কা থেকেই তার এ কর্মসূচি।
এদিকে জেলার অপর একটি গ্রামে আরেক কিশোরীর (মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী) সঙ্গে এক মাদ্রাসা ছাত্র কিশোরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই কিশোরীর বাবা বলেন, ওই কিশোর আগে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। নিরুপায় হয়ে তিনি মেয়েকে অন্যত্র বিয়ে দেন। কিন্তু সেখানেও পিছু ছাড়েনি ওই কিশোর। ওই কিশোর তাঁর মেয়েকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরামর্শ দেয়।
ওই কিশোরী জানায়, স্বামীকে ত্যাগ করলে তাকে (কিশোরী) বিয়ে করবে বলে আশ্বাস দেয় তার প্রেমিক। কিশোরী বলে, ‘আমি আমার স্বামীকে তালাক দিই। পরে সে (কিশোর) বিয়ে করতে গড়িমসি করে।’ কোনো উপায় না দেখে শুক্রবার সন্ধ্যা থেকে ওই কিশোরী তাঁর কিশোর প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে আমরণ অনশন শুরু করে বলে জানায় ওই কিশোরী।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, তাঁরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।