• Home  / 
  • বরিশাল  / 

বরগুনায় মাদক বিরোধী সাইকেল র‌্যালি ও মাদকসেবীদের আত্মসমর্পন

ডিসেম্বর ৫, ২০১৭
Spread the love

নিজস্ব প্রতিবেদক

“যে মুখে ডাকি মা, সে মুখে মাদককে বলি না” এই শ্লোগানকে সামনে রেখে বরগুনার পুলিশ সুপারের আয়োজনে মাদক বিরোধী সাইকেল র‌্যালী ও মাদকসেবীদের আত্মসমর্পন, মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা বরগুনায় অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি মাদক বিরোধী সাইকেল র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বরগুনা পুলিশ লাইনে এসে র‌্যালীটি শেষ হয়। পরে পুলিশ লাইন অডিটোরিয়ামে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক (পিপিএম) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম, বিপিএম।

সভার শুরুতে পুলিশ সুপারের শুভেচ্ছা বক্তব্য শেষে বরগুনা জেলার ৮২ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা বরগুনা পুলিশ প্রশাসনের কাছে আত্মসমার্পন করেন। আত্মসমার্পনকারীদের শপথ বাক্য পাঠ করান বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয়।