বরিশাল প্রতিনিধি
বরিশাল বিভাগের ৬ জেলা ও সিটি এলাকার এ বছর পাঁচটি ক্যাটাগরিতে ৫৫ জন করদাতাকে সন্মাননা প্রদান করা হয়েছে। এ লক্ষে বুধবার সকাল ১১টায় বরিশাল নগরের হোটেল গ্রান্ড পার্কের সাউথ গেট বল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর অঞ্চল বরিশালের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আলম, অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেবুন্নেছা আফরোজ বলেন, দেশ উন্নয়নে কর প্রদানের বিকল্প নেই। দিনে দিনে কর প্রদানকারীর সংখ্যা বাড়ছে। তার মানে মানুষের এখন কর না দেওয়ার প্রবণতা কমছি।
অনুষ্ঠানে বরিশাল বিভাগের ছয় জেলা ও সিটি করপোরেশন এলাকার প্রতিটিতে সবোর্চচ করদাতা ৩ জন, দীর্ঘ মেয়াদী করদাতা ২ জন, সর্বোচ্চ নারী করদাতা ১ জন, ৪০ বছরের নিচে তরুন করদাতা ১ জন করে মোট ৪৯ জনকে সন্মননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ৬ জেলার ৬ টি কর বাহাদুর পরিবারকে সন্মননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়, যাদের পরিবারের প্রত্যেক সদস্য কর প্রদান করেন।