• Home  / 
  • বিশ্ব  / 

‘হিরোশিমা বোমার চেয়ে হাজারগুণ’ শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার

অক্টোবর ৩০, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় নিক্ষেপ করা মার্কিন বোমার চেয়ে এক হাজার গুণ বেশি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। শয়তান-২ নামের এই বোমায় যুক্তরাজ্য এবং টেক্সাস ধ্বংস হয়ে যেতে পারে।
 
ক্ষেপণাস্ত্রের সঙ্গে ১২টি নিউক্লিয়ার ওয়্যারহেড যুক্ত করা সম্ভব। বৃহস্পতিবার শয়তান-২ বা আরএস-২৮ নামের ক্ষেপণাস্ত্রটি মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে মহাকাশকেন্দ্র প্লেসটেক কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে এটা তিন হাজার ৬০০ মাইল আকাশে উড়তে সক্ষম।
 
রাশিয়ার কুরা অঞ্চলে পড়ে ক্ষেপণাস্ত্রটি। শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় এই তথ্য জানায়। পরমাণু অস্ত্রের পরীক্ষার অংশ হিসেবে একইদিন পরমাণু ডুবোজাহাজ থেকে আরো তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়া। খবর ডেইলি মেইল