আমতলী প্রতিনিধি
ইলিশ আহরনে বিরত থাকায় বরগুনার আমতলী ও তালতলীর ১৪ হাজার জেলে পাচ্ছে বিশেষ সহায়তা ভিজিএফ।
প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানাগেছে, মা ইলিশ আহরনে বিরত থাকায় আমতলী ও তালতলীর ১৪ হাজার জেলের জন্য বিশেষ সহায়তা ভিজিএফ ২’শ ৭৯.৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে আমতলীতে ৬ হাজার ৫’শ২৭ জন জেলের জন্য ১৩০.৪৫ মেট্রিক টন ও তালতলীর ৭ হাজার ৪’শ ৬১ জেলের জন্য ১৪৯.২২০ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়। প্রতি জেলে ২০ কেজি করে চাল পাবে। অবরোধের শেষ সময় হলেও এ বিশেষ সহায়তা ভিজিএফ উপকারে আসবে বলে জানান স্থানীয় জেলেরা।
আমতলী সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন জেলেদের জন্য বিশেষ সহায়তা বরাদ্দ পেয়েছি। দ্রুত তালিকা করে চাল বিতরন করা হবে।
আমতলী ও তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্র্মকর্তা মোঃ হুমায়ূন কবির বলেন দু’উপজেলার ১৪ হাজার জেলের জন্য ২৭৯.৬৭ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। দ্রুত বিতরনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের তালিকা করার জন্য বলা হয়েছে।