দৃষ্টিশক্তি হারালো গেমে আসক্ত তরুণী

অক্টোবর ১১, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

 মুঠোাফোনে গেম খেলায় আসক্ত এক তরুণী তার এক চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন। স্মার্টফোনে ভিডিও গেম খেলার নেশাই বিপর্যয় ডেকে আনে ২১  বছর বয়সী চীনের তরুণীর জীবনে।   

   গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম চীনের শানজিং প্রদেশের বাসিন্দা ওই তরুণী অনলাইন গেম অনার অফ কিং খেলায় রীতিমতো আসক্ত ছিলেন। ওই তরুণী জানিয়েছেন, অফিসে কাজের পর ও ছুটির দিনে এই গেম খেলাতেই মেতে থাকতেন তিনি। আসক্তি এতটাই ছিল, যে কথনও কখনও খাওয়া-দাওয়ার কথা ভুলে যেতেন।  বাড়ির লোক বারবার নিষেধ করলেও  অনলাইন গেমের আসক্তি থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। আর তারই ফল পেলেন হাতনাতে।

টানা ২৪ ঘণ্টা  অনলাইন গেম খেলতে গিয়ে ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন ওই তরুণী। তিনি জানিয়েছেন, গেম খেলতে খেলতে প্রথমে ডান চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায়। তারপর পুরোপুরি অন্ধকার নেমে আসে। এখন তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। 

চিকিৎসকরা জানিয়েছেন, রেটিনাল আর্টারি ওক্লুসন নামে একটি রোগের শিকার হয়েছেন তিনি। সাধারণত বয়স্কদেরই এই রোগে আক্রান্ত হতে দেখা যায়। কিন্তু, মাত্র ২১ বছর বয়সে কেউ এই রোগে আক্রান্ত হয়েছে, এমন নজির নেই বললেই চলে। শুধু তাই নয়, দীর্ঘক্ষণ ধরে মোবাইলে অনলাইন গেম খেলার কারণে চোখে মাত্রারিক্ত চাপ পড়াতেই দৃষ্টিশক্তি হারিয়েছেন।  আপাতত ওই তরুণীর ডান চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা।

অনার অফ কিং নামে যে অনলাইন গেমে আসক্ত ছিলেন ওই চীনা তরুণী, সেটি একটি ঐতিহাসিক যুদ্ধের খেলা। গেমটি তৈরি করেছে চীনেরই একটি সংস্থা। শুধুমাত্র চিনের মূল ভূখণ্ডে এই গেমটি নিয়মিত থেলেন কয়েক লাখ মানুষ।