আয়না ২৪ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টুইটারে নিষিদ্ধ করার লক্ষ্যে অনলাইনে অর্থ সংগ্রহ করছেন সাবেক এক গোয়েন্দা। ইতোমধ্যে তার উদ্যোগে সাড়া দিয়ে অর্থও দিয়েছেন কেউ কেউ।
সাবেক সিআইএ গুপ্তচর ভ্যালেরি প্লামি উইলসন ইতোমধ্যে প্রায় ৪০ হাজার মার্কিন ডলার সংগ্রহ করে ফেলেছেন। তার লক্ষ্য, এক বিলিয়ন মার্কিন ডলার।
এই অর্থ দিয়ে তিনি টুইটারের বেশ বড় এক শেয়ার কিনতে পারবেন। এবং সেই শেয়ার কেনার পর মাইক্রোব্লগিং সাইটটিতে ট্রাম্পকে নিষিদ্ধ করা সম্ভব হবে বলে আশা তার।
‘গোফান্ডমি’ ওয়েবসাইটে বুধবার শুরু করা তার এই উদ্যোগ বেশ আলোড়ন সৃষ্টি করেছে। প্লামি ইংরেজিতে #বাইটুইটার এবং #ব্যানট্রাম্প নামের দুটি হ্যাশট্যাগ ব্যবহার করে তার উদ্যোগের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
‘‘ট্রাম্প শেতাঙ্গ আধিপত্যবাদীদের সাহস দিচ্ছেন” এবং ‘সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতায়’ উৎসাহ জোগাচ্ছেন বলেও মনে করেন প্লামি। তিনি লিখেছেন, ‘‘তাকে (ট্রাম্প) নিষিদ্ধ করার এখনই সময়।”
তিনি মার্কিন সেনাবাহিনীতে হিজড়াদের নিষিদ্ধ করাসহ ওবামাকেয়ার পরিবর্তনের ঘোষণা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন।
এমনকি ভুল বানানের জন্যও অনেক সময় সমালোচনার মুখে পড়েছেন ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হওয়া এই মার্কিন প্রেসিডেন্ট।
প্লামি টুইটারের এক বিলিয়ন মার্কিন ডলারের শেয়ার কিনলেই অবশ্য সাইটটি নিয়ন্ত্রণের মতো ক্ষমতা পাবেন না। সেজন্য তাকে কিনতে হবে কমপক্ষে ছয় বিলিয়ন মার্কিন ডলারের শেয়ার। তবে এক বিলিয়ন ডলারের শেয়ার তাকে প্রতিষ্ঠানটির নীতিগত বিষয়ে নিজের মতামত জানানোর সুযোগ করে দেবে।
আর এককভাবে তিনি হবেন প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি শেয়ারের মালিক, যা তার মতামত টুইটারকে শুনতে কিছুটা বাধ্য করবে।
টুইটার অবশ্য প্লামির এই উদ্যোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
তবে হোয়াইট হাউস চুপ থাকেনি। সাংবাদিকদের কাছে প্রেস সেক্রেটারির এক ই-মেইলে লেখা হয়েছে যে, প্রেসিডেন্টের বাকস্বাধীনতায় হস্তক্ষেপের এক হাস্যকর উদ্যোগ এটি।
আয়না ২৪