এফডিসিতে আর বাপ্পারাজ আসতে চান না , তবে..

আগস্ট ২৬, ২০১৭
এফডিসিতে আর আসতে চান না বাপ্পারাজ
Spread the love

আয়না ২৪ ডেস্ক

গত ২১ আগস্ট সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। সদ্য প্রয়াত নায়করাজ রাজ্জাক স্মরণে সকাল ১১টায় শনিবার বিএফডিসিতে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার।

শোকসভায় উপস্থিত ছিলেন নায়করাজের বড় ছেলে চিত্রনায়ক বাপ্পারাজ। এ সময় তিনি বলেন, ‘যদি আপনারা সকল নিষেধাজ্ঞা, মামলা তুলে না নেন এফডিসিতে আর আসবো না।

হয়তো এটাই হবে আপনাদের সঙ্গে শেষ দেখা। আমিও হয় তো ভুল করে অনেক কথা বলেছি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভুল করেছি এজন্য নোটিশ পাঠানোর দরকার নেই, শাকিব ভুল করেছে এজন্য বয়কট করার দরকার কী? শাকিবকে ডাকলে শাকিব আসবে না- কেন?’

এর আগে, গত সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন চিত্রনায়ক রাজ রাজ্জাক। দুই দফা জানাজা শেষে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

২৩ জানুয়ারি, ১৯৪২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাড়ি জমান। প্রথমদিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে “ঘরোয়া” নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হন।

নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি আব্দুল জব্বার খানের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান।
২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র আজীবন সম্মাননা পুরস্কার ও ২০১৪ সালে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পান রাজ্জাক।

নায়ক রাজ্জাক অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- অবুঝ মন, ময়নামতি, অশিক্ষিত, ঝড়ের পাখি, রংবাজ, বদনাম, আলোর মিছিল, অবাক পৃথিবী, দুই পয়সার আলতা ইত্যাদি।