অায়না ২৪ প্রতিবেদক
কুষ্টিয়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এনামুল হক নামে এক অপহরণকারী নিহত হয়েছে। সোমবার ভোররাত ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিণানায়নপুর বেড়ি বাঁধ এলাকায় একটি কলাবাগানের ভেতর এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত এনামুল সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার মোস্তফা মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা ও দুটি হাসুয়া (ধারাল অস্ত্র) উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, তিনটি গুলির খোসা ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছে।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল ইসলাম জানান, কলেজছাত্র সাগরকে অপহরণের পর হত্যার ঘটনায় এনামুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার সহযোগীদের বিষয়ে তথ্য দেয়। পরে রাতে তাকে সঙ্গে নিয়ে হরিণানারায়ণপুর বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায় পুলিশ।
তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে এনামুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে এনামুলের সহযোগীরা পালিয়ে যায়। তবে বন্দুকযুদ্ধের মাঝে পড়ে আহত হয় এনামুল। উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত এনামুল শিবপুর এলাকার প্রদীপ সাহার পুত্র অপহৃত কলেজ ছাত্র সাগর সাহা হত্যা মামলার মূল আসামি।
প্রসঙ্গত, কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ব্যবসায়ী প্রদীপ সাহার ছেলে স্থানীয় খাতের আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাগর সাহাকে গত বুধবার সন্ধ্যার পর হরিনারায়ণপুর বাজার থেকে অপহরণ করা হয়।
পরে অপহরণকারীরা সাগরের বাবার মোবাইল ফোনে কল করে প্রথমে ৫০ লাখ ও পরে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর মধ্যে শনিবার রাতে শিবপুর গ্রামের পরিত্যক্ত একটি শৌচাগারের ভেতর থেকে সাগরের লাশ উদ্ধার করে পুলিশ।